হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰمُ :مَنْ دُکِرْنَا عِنْدَہُ فَفَاضَتْ عَیْنَاہُ حَرَّمَ اللّٰهُ وَجْھَهُ عَلَی النَّارِ
ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "যে ব্যক্তির সামনে আমাদের স্মরণ করা হয় এবং তার চোখ অশ্রুসিক্ত হয়, তাহলে মহান আল্লাহ তার মুখমন্ডল'কে জাহান্নামের আগুনের উপর হারাম করে দেবেন।
ইমাম হোসায়েন (আঃ)-এর শোকে অশ্রু প্রবাহিত চোখের উপর জাহান্নামের আগুন নিষিদ্ধ। মহার্রাম মাসে তো কেবল ইমাম হোসায়েন (আঃ) এবং বিশ্বস্ত সাহাবীদের নাম শুনা মাত্রই মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, ইমাম সাজ্জাদ (আঃ) বলেছেন : মসুরের ডাল খাও কারণ তা মানুষের চোখে অশ্রু তৈরি করে।